জন্ম ১৯৭১ সালের ৫ ডিসেম্বর মামাবাড়ির শহর মেদিনীপুরে। পৈতৃক বাস পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার ডিশেরগড় খনি অঞ্চলে। স্থানীয় বিদ্যালায়ে প্রাথমিক ও মাধ্যমিকের পর বর্ধমান রসায়ণ অনার্স নিয়ে বিএসসি পাস করেন, বিএড ও এমবিএ-র পর কর্মজীবন শুরু একটি ফার্মাসিউটিকল সংস্থায়। তারপর পেশা জীবনে নানা চড়াই উৎরাইয়ের পর ২০১০ সাল থেকে সাহিত্যচর্চায় থিতু। বর্তমানে একাধিক বাণিজ্যিক ও অবাণিজ্যিক পত্রিকায় গল্প, কবিতা, শিশু-কিশোর সাহিত্য, প্রবন্ধ, ফিচার, নাটক ও পুস্তক পর্যালোচনা ইত্যাদি লেখা নিয়ে রয়েছেন। মাঝে কয়েক বছর কয়েকটি ওয়েবসাইটে কনটেন্ট লেখার কাজও করেছেন। বছর দুয়েক ‘সান্ধ্য আজকাল’ দৈনিকে নিয়মিত ফিচার, গল্প ও রম্যরচনা লিখছেন। এসবের পাশাপাশি গবেষণামূলক প্রবন্ধ লেখা শ্রীপর্ণার অন্যতম অনুরাগের জায়গা, কারণ নিজেকে সরাসরি ও সর্বাধিক মেলে ধরার অবকাশ পাওয়া যায় প্রবন্ধের মাধ্যমেই। লিঙ্গ বৈষম্য নিয়ে শ্রীপর্ণার দীর্ঘ অধ্যয়ন ও চিন্তা ভাবনার ফল ‘প্রকৃতিতন্ত্র’ বিভিন্ন পত্র-পত্রিকায় ধারাবাহিকভাবে ও স্বাধীন প্রবন্ধাকারে প্রকাশ পেয়েছে। ভারত উপমহাদেশে বাঙালির সংকটকে তুলে ধরার প্রয়াস ‘বাঙালির খণ্ডিত জাতীয়তা: দেশভাগ ও প্রাদেশিক প্রেক্ষাপট’ দুই মলাটের অপেক্ষায়।
প্রিয় অবসর যাপন গান শোনা। অনিয়মিত অভিনয় জীবনে কয়েকটি গান রচনাও করেছেন নাটকের জন্য। ছবি আঁকায় প্রথাগত শিক্ষা না থাকলেও নিজের কয়েকটি বইয়ের প্রচ্ছদ ও অলংকরণ নিজেই করেছেন। আর একটি শখ ভ্রমণ যার দৌলতে পাওয়া গেছে একাধিক উপভোগ্য ভ্রমণ কাহিনী। তবে এখনও পর্যন্ত স্বীকৃতি এসেছে মূলত গদ্য সাহিত্যের জন্য। ছোটগল্প, প্রবন্ধ, উপন্যাস ও অনুবাদের জন্য একাধিক পুরস্কার লাভ করেছেন।
প্রকাশিত বই:
১. এবং আবহমান (কবিতা)
২. এনট্রপি (কবিতা)
৩. বাঘের মাসি ও সাঙ্গোপাঙ্গ (ছোটদের গল্প)
৪. অণু-কল্প (অণুগল্প)
৫. আগাছা (ছোটগল্প)
৬. ক্ষণিক আবর্তে (কবিতা)
৭. শুভমস্তু (কবিতা)
৮. ছুটি (ছোটগল্প)
৯. ভারতে অভিন্ন আইনের অদৃষ্ট: প্রসঙ্গ তিন তালাক (প্রবন্ধ)
১০. সত্য সেলুকাস: ফিচার সংগ্রহ
১১. বোতল সমাচার ও ব্রেক জার্নি (রম্যরচনা)
১২. ভারতীয় নাগরিকত্ব: বিরোধিতার জাঁতাকলে
১৩. ইচ্ছামণি (উপন্যাস)
১৪. হুলোরাজ (ছোটদের কবিতা ও ছড়া)
১৫. সোচ্চার (সম্পাদিত কবিতা সংকলন)
১৬. ভয়কল্প (সম্পাদিত অণুগল্প সংকলন)
স্বীকৃতি:
বঙ্গ সংস্কৃতি পুরস্কার ২০১২,
ঋতবাক ‘এসো গল্প লিখি’ পুরস্কার ২০১৬,
শর্মিলা ঘোষ সাহিত্য পুরস্কার ২০১৬ (ছোটগল্প),
ঊষা ভট্টাচার্য স্মৃতি সাহিত্য পুরস্কার ২০১৮,
নবভপ্রভাত রজতজয়ন্তী বর্ষ সাহিত্য সম্মাননা ২০১৮ (গল্পগ্রন্থ)
প্রতিলিপি বিশেষ পুরস্কার ২০২০ (ছোটগল্প)
প্রতিলিপি প্রথম পুরস্কার ২০২০ (উপন্যাসিকা)
রাজেশ সরকার স্মৃতি পুরস্কার ২০২০ (প্রবন্ধ)
পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার – সেরার সেরা সম্মান, ২০২০-২১
ডলি মিদ্যা স্মৃতি সাহিত্য পুরস্কার ২০২১
স্মৃতি ও চেতনা প্রথম পুরস্কার ২০২১
People Reflections 1st Prize, February 2022 (essay)
People Reflections Outstanding Writing Appreciation, April 2022 (English poem)
সোনালি ঘোষাল পুরস্কার, ২০২২ (অনুবাদ)
People Reflections 1st Prize, June 2022 (essay)